Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত


২ আগস্ট ২০২০ ১৮:৪৩ | আপডেট: ২ আগস্ট ২০২০ ১৮:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২ আগস্ট) এক টুইটবার্তায় ৫৫ বছর বয়সী অমিত শাহ নিজেই এ খবর জানান। চিকিৎসকের পরাপর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান ওই টুইটে।

রোববার বিকেলে টুইটারে অমিত শাহ লেখেন, করোনাভাইরাসের উপসর্গ বাড়ার কারণে পরীক্ষা করি। রিপোর্টে দেখা যায় আমি করোনাভাইরাসে আক্রান্ত। যদিও আমার শারীরিক অবস্থা ভালো, তবে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি।

গত কয়েক দিন তার সংস্পর্শে যারা এসেছেন তাদের সেলফ আইসোলেশনে থাকার অনুরোধ করেন বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ। তার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সামাজিক মাধ্যমে টুইট করছেন।

বিজ্ঞাপন

আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিলো অমিত শাহ’র।

উল্লেখ্য, গত মার্চের শুরু থেকে ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যায়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ।

অমিত শাহ করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর