Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঙ্গা পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা


৩ আগস্ট ২০২০ ১৫:৩১

ঢাকা: ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে দেশের দুই পুঁজিবাজার। সোমবার (৩ আগস্ট) টানা সপ্তম দিনের মতো সূচকের ঊর্ধমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারে লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আর্থিক লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িযেছে। যা আগের সাড়ে ৫ মাসের মধ্যে একদিনে ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন।

লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল।

বিজ্ঞাপন

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি ডিএসইতে ৭৭০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হযেছিল। ওইদিনের পর সোমবার ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারের নানা উদ্যোগ নেয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজার বান্ধব মুদ্রানীতি ঘোষণাসহ বিভিন্ন পদক্ষেপের কারণে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। এছাড়াও ফ্লোর প্রাইসিংয়ের কারণে করোনাকালেও বড় ধরনের পতনের হাত থেকে বাজারকে রক্ষা করা সম্ভব হয়েছে। ফলে ধীরে ধীরে পুঁজিবাজার স্বাভাবিক হতে শুরু করেছে।

সোমবার ডিএসইতে আর্থিক লেনদেনে পাশাপাশি বেড়েছে শেয়ার লেনদেনও। সে সঙ্গে বেড়েছে সব সূচক। দিনশেষে ডিএসই‘র প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭১ পয়েন্টে উন্নীত হয়। এটি গত ৫ মার্চের পর একদিনে সূচকের সর্বোচ্চ অবস্থান। এদিন ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের ২৪ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৯৭১টির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৬২টির এবং ১০১টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।

বিজ্ঞাপন

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭১ পয়েন্টে উন্নীত হয়। ডিএসইর শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯৯৩ এবং ১ হাজার ৪৪২ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ৬৭২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৪৬ প্রতিষ্ঠানের ৭১ লাখ ১৯ হাজার ৭৬৯টি শেয়ার ও মিউচুয্যাল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেষয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৩২টির এবং ৭৬টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১২৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১২৩ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ১৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

ঊর্ধ্বমুখী প্রবণতা চাঙ্গা পুঁজিবাজার লেনদেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর