Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদা হাসপাতাল ও হোটেল সুপারস্টারের কাছে তথ্য চেয়েছে দুদক


৩ আগস্ট ২০২০ ১৯:১৯

ঢাকা: রাজধানীর হোটেল সুপারস্টারের ব্যবস্থাপনা পরিচালক ও মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালকের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হোটেলে থাকা-খাওয়াসহ বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র আগামী ৯ আগস্টের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর সই করা এক পত্রে এসব তথ্য ও রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পত্রে বলা হয়েছে, ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যক্ষ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহারসহ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব তথ্য ও রেকর্ডপত্র চাওয়া হচ্ছে।

মুগদা হাসপাতালের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য তথ্যাদি হচ্ছে- কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের থাকা-খাওয়া, পরিবহণ ও আনুষঙ্গিক ব্যয় সংক্রান্ত ‘কোয়ারেনটাইন এক্সপেন্সেস’ খাতে ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের অনুকূলে বরাদ্দ অর্থের বরাদ্দপত্র; কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের থাকা-খাওয়ার রেট বা মূল্য নির্ধারণ সংক্রান্তে ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতাল কর্তৃক ‘হোটেল সুপারস্টার লিমিটেড’-সহ অন্যান্য হোটেলের সঙ্গে পত্রযোগাযোগ, উক্ত হোটেলসমূহ কর্তৃক দাখিলকৃত কোটেশন, থাকা-খাওয়ার রেট বা মূল্য নির্ধারণ সংক্রান্তে সম্পাদিত চুক্তিপত্রের কপি, হোটেল কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত বিল ও টাকার পরিমাণ, ব্যাংক স্টেটমেন্টসহ এ সংক্রান্ত নথির নোটশীটসহ যাবতীয় রেকর্ডপত্র; এযাবত কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবাদানকারী কতজন ডাক্তার, নার্সও অন্যান্য ব্যক্তিবর্গ কোন হোটেলে কতদিন থেকেছেন এবং খাওয়া-দাওয়া করেছেন তাদের বিস্তারিত তথ্যাদি; কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের থাকা, খাওয়ার রেট বা মূল্য নির্ধারণ সংক্রান্তে হোটেল সুপারস্টার লিমিটেড, হোটেল ৭১-সহ অন্যান্য হোটেলের সাথে যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্যাদি।

বিজ্ঞাপন

এছাড়া হোটলে সুপারের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের থাকা-খাওয়ার রেট বা মূল্য নির্ধারণ সংক্রান্তে ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের সাথে হোটেল সুপার স্টার কর্তৃক পত্র যোগাযোগ, দাখিলকৃত কোটেশন, থাকা-খাওয়ার রেট বা মূল্য নির্ধারণ সংক্রান্তে সম্পাদিত চুক্তিপত্র ও দাখিলকৃত বিলের কপি; এযাবত কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবাদানকারী কতজন ডাক্তার, নার্সও অন্যান্য ব্যক্তিবর্গ এই হোটেলে কতদিন থেকেছেন এবং খাওয়া-দাওয়া করেছেন তাদের তালিকা (ব্যক্তি ভিত্তিক); গ্রাহকের নিকট ভাড়া দেওয়ার মত হোটেল সুপারস্টারের কোন কেটাগরির (এসি, নন-এসি, সিঙ্গেল-ডাবল) কতটি রুম রয়েছে, তার বিবরণ এবং হোটেল সুপার স্টারের থাকা-খাওয়ার রেট বা মূল্য তালিকা (২০২০ সালের); ইত্যাদি।

পত্রে আগামী ৯ আগস্টের মধ্যে এসব রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। বিশেষ বাহক মারফত এই অতীব জরুরি পত্র প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ইতোপূর্বে একই অভিযোগে হোটেল ৭১ থেকেও এ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

করোনা দুদক মুগদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর