Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরেন দাসকে হারিয়ে যেতে দেব না: আইনমন্ত্রী


৩ আগস্ট ২০২০ ২১:০২

ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রয়াত সচিব নরেন দাসকে আমরা হারিয়ে যেতে দেব না। কর্মক্ষেত্রে নরেন ছিলেন, নিষ্ঠাবান ও আন্তরিক। তিনি ছিলেন নিরহংকারী, সবদিক থেকে সৎ এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক।’

সোমবার (৩ আগস্ট) বিকেলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রয়াত সচিব নরেন দাস স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘নরেন দাস আজ আমাদের মাঝে না থাকলেও তার যে স্পিরিট সেটা আমাদের জীবিত রাখতে হবে। কারণ নরেন দাসের স্পিরিটগুলো কাজে লাগালে দেশের উপকারের পাশাপাশি তাকে যথার্থ মর্যাদাও প্রদান করা হবে।’

তিনি বলেন, ‘নরেন দাসের ব্যবহারের মধ্যে যে অমায়িকভাব ছিল তা সত্যিই অনুকরণীয়। তার মধ্যে কোনো গরিমা ছিল না। নরেন দাস সবসময় মানুষের সঙ্গে আন্তরিক ব্যবহার করতেন। তিনি না থাকার যে শূন্যতা তা আমাদেরকে ব্যথিত করা ছাড়াও কাজে শূন্যতা অনুভব করাবে।’

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. মইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, প্রয়াত সচিব নরেন দাসের স্ত্রী মিতালি রানী দাস, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব উম্মে কুলসুম, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব হাফিজ আহমেদ চৌধুরী ও মোহাম্মদ জাকির হোসেন প্রয়াতের স্মরণে আলোচনা এবং তার আত্মার শান্তি কামনা করেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর