Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলে ক্রিকেট নিয়ে বাজি, ঠাকুরগাঁওয়ে ৯ জুয়াড়ি আটক


৪ আগস্ট ২০২০ ১১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: জেলার রুহিয়ায় মোবাইলে ক্রিকেট খেলার বাজি ধরার অপরাধে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ৯ জুয়াড়িকে আটক করেছে। সোমবার (৩ আগস্ট) রাতে রুহিয়া ডাকবাংলো মার্কেটের পুরাতন নিরিবিলি হোটেলে বসে ক্রিকেট খেলার বাজি ধরার সময় তাদের আটক করা হয় ।

ডিবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত টেলিভিশনে জাতীয় বা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে জুয়ার আসর বসাতো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল রাত ৮টায় জুয়ার আসরে হানা দিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন, নগদ টাকা জব্দ করে।

আটকরা হলো- রুহিয়া ইউনিয়নের ইউপি সদস্য রফিজ উদ্দীনের ছেলে কবির হোসেন (৪২), সিরাজুল ইসলামের ছেলে সবুজ (২৭), হামিদুল হকের ছেলে রাজু (২৫), ভ্যানচালক সৈয়দ আলীর ছেলে সাইদুর রহমান ওরফে বিবিসি (১৯), বারঘরিয়া গ্রামের ভাষার ছেলে মিন্টু (২৫) একলাস উদ্দীনের ছেলে ইয়াকুব আলী (৩৮), আশিকুল ইসলামের ছেলে হারুন(২৭), সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম, বৈদ্যনাথের ছেলে জ্যোতি।

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শামীম হোসেন জানান, আটকদের কাছ থেকে জব্দকৃত মালামালের তালিকা তৈরি হচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

গোয়েন্দা পুলিশ জুয়াড়ি বাজি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর