বৈরুত বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত
৫ আগস্ট ২০২০ ১৬:১৩
ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুজন বাংলাদেশি নিহত এবং কমবেশি ৬০ জন প্রবাসী আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। লেবাননে অবস্থিত বাংলাদেশ মিশন বুধবার (৫ আগস্ট) এ তথ্য জানায়।
নিহত দুই বাংলাদেশি হলেন- মাদারীপুরের বাসিন্দা মিজান এবং ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান। তারা দুজনই বৈরুতে বৈধভাবে কাজ করতেন।
বৈরুতের স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৭৮ জনের মৃত্যু এবং চার হাজার মানুষ আহত হওয়ার খবর জানা গেছে।
এদিকে বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয়’র ২১ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ মিশন এক বার্তায় জানায়, গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) আনুমানিক বিকেল ছয়টার দিকে লেবাননের রাজধানী বৈরুতের বৈরুত পোর্টে শক্তিশালী দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন বাংলাদেশির মৃত্যুর খবর হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। যদি আরও কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়, তবে তা দূতাবাসের হেল্পলাইন নম্বরে (+৯৬১-৮১ ৭৪৪ ২০৭) জানানোর জন্য অনুরোধ করা হলো।