Sunday 29 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় মামলা, পরিবারকে হুমকি


৫ আগস্ট ২০২০ ২২:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার সোনাইমুড়ী পশ্চিম পাড়ায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর মা। মামলা দায়ের করায় অভিযুক্ত শহীদের পক্ষের লোকজন ওই শিক্ষার্থীর মাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সোনাইমুড়ী পশ্চিম পাড়ার এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে শহীদ। এ ঘটনায় বাদী হয়ে শিক্ষার্থীর মা মামলা দায়ের করেন।

সোনাইমুড়ী থানার এসআই আমির হামজা বলেন, রবিবার রাতে তিনি অভিযোগের তদন্ত ভার পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি স্থানীয় পর্যায়ে সামাজিকভাবে মীমাংসার করার জন্য বাদী দুই দিনের সময় চেয়েছেন। যার কারণে মামলা রেকর্ড করতে দুইদিন দেরি হয়।

বিজ্ঞাপন

সোনাইমুড়ী থানার ওসি মো: গিয়াস উদ্দিন বলেন, অভিযোগ যাচাই-বাছাই শেষে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

নোয়াখালী মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা