Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে করোনায় মৃত্যু ৪০ হাজার ছাড়াল


৭ আগস্ট ২০২০ ০১:১২ | আপডেট: ৭ আগস্ট ২০২০ ১২:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ মোট মৃত্যু ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০৪ জনের মৃত্যু হয়েছে। এ প্রতিবেদন লেখ অবধি ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৩৮ জনের।

এদিকে রাজ্যভিত্তিক হিসাবে, কোভিড-১৯ মহারাষ্ট্রের ১৬ হাজার ৪৭৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। দক্ষিণের রাজ্য তামিল নাডুতে মৃত্যু হয়েছে চার হাজার ৪৬১ জনের। দিল্লিতে ভাইরাসে প্রাণ হারিয়েছেন চার হাজার ৪৪ জন। জুলাই জুড়েই মৃত্যু বেড়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে কর্ণাটক। সেখানে কোভিড-১৯ এ মৃত্যু তিন হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। গুজরাটে মৃত্যু ছাড়িয়েছে আড়াই হাজার।

বিজ্ঞাপন

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, একদিনে নতুন ৫৬ হাজার ২৮২ শনাক্ত রোগী নিয়ে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৬ জনে দাঁড়িয়েছে । পাশাপাশি, বৃহস্পতিবার পর্যন্ত এ আক্রান্তদের মধ্যে ১৩ লাখ ২৮ হাজার ৩৩৬ জন সুস্থ হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন। এ সংখ্যা মোট আক্রান্তের প্রায় ৬৭ শতাংশ।

ওদিকে, শুরু থেকেই সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা চার লাখ ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা তামিল নাডুতে শনাক্ত রোগী দুই লাখ ৭৩ হাজার ৪৬০ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এরপর কর্ণাটক, দিল্লি এবং উত্তর প্রদেশ।

পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দুই হাজার ৮১৬ রোগী নিয়ে পশ্চিমবঙ্গে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮৩ হাজার পেরিয়ে গেছে। ২৪ ঘণ্টায় রাজ্যে ৬১ জনের মৃত্যু হয়েছে। মহামারিতে পশ্চিমবঙ্গে মোট এক হাজার ৮৪৬ জনের প্রাণহানি হয়েছে।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর