মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে মেহেরপুরে ভার্চুয়াল সভা
১১ আগস্ট ২০২০ ০৩:০২
মেহেরপুর: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫০০ শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলার শিক্ষার মান ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এই সভায়।
সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মেহেরপুর জেলার মেন্টার মো. তাজুল ইসলাম।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. ফজলে রহমান। অনুষ্ঠানে পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলার তিন উপজেলার শিক্ষা অফিসার, পিটিআই ইন্সট্রাক্টর, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।