কিশোর গ্যাং: প্রতিপক্ষের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ২ ছাত্রের মৃত্যু
১১ আগস্ট ২০২০ ১৩:১৩
নারায়ণগঞ্জ: জেলার বন্দর উপজেলায় ইস্পাহানি ঘাটে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর জিসান ও নিহাদ নামের ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।
নিহতের স্বজনেরা জানান, বিকেলে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় ৪ বন্ধু। দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও আর দুইজন সাঁতার না জানায় ডুবে নিখোঁজ থাকে।
নিহত নিহাদ বন্দরের কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ও বন্দর খান বাড়ির নাজিম উদ্দিন খানের ছেলে। জিসান বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ফখরুউদ্দিন ভূঁইয়া জানান, নিখোঁজ দু’জনেরই লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য আরও ২ জনকে আটক করা হয়েছে।