নোয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
১১ আগস্ট ২০২০ ১৬:২৮
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের দক্ষিণ দেওটি গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আবু তাহের (৬৫) পলাতক রয়েছেন। নিহতের ছেলে রুবেল হোসেন বাদী হয়ে বাবাকে আসামি করে সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত নারীর নাম তাজ নাহার বেগম (৫৫)। তিনি পিডিবি’র অবসরপ্রাপ্ত কর্মচারী আবু তাহেরের স্ত্রী এবং চার সন্তানের মা।
রুবেল হোসেন জানান, জমি কেনা নিয়ে দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে তার মাকে খুন করা হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহত গৃহবধুর ছেলে রুবেল হোসেন বাদী হয়ে বিকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তার বাবা আবু তাহেরকে আসামী করা হয়েছে। আবু তাহেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।