Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তা বন্ধ করে সমাবেশ করে না আওয়ামী লীগ : কাদের


৯ মার্চ ২০১৮ ১৪:৪৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়নগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমরা বিএনপির মতো রাস্তা বন্ধ করে সমাবেশ করি না। আমরা নির্দিষ্ট স্থানে সমাবেশ করি।

শুক্রবার বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করে না। নির্দিষ্ট স্থানে সমাবেশ করে। কিন্তু বিএনপি প্রেস ক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করেছে। পুলিশ তাতে বাধা দেবে এটাই স্বাভাবিক। রাস্তা বন্ধ করা বেআইনী। পুলিশ কাউকে বেআইনী কাজ করতে দেবে না।’

তিনি বলেন, ‘বিএনপির সমাবেশে মামলার আসামিরা উপস্থিত থাকায় পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। যাদের বিরুদ্ধে মামলা আছে তারা যদি পুলিশের সামনে পড়ে, পুলিশতো তো তাদের ছেড়ে দেবে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ড দাবির ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণার পরই সেটা হবে। শিডিউল ঘোষণার আগে নির্বাচন কমিশনের এ ব্যাপারে কিছু করণীয় নেই। নির্বাচনে আচরণবিধি মানা হচ্ছে কিনা তা দেখা কমিশনের দায়িত্ব। কমিশিনের আরণবিধি মেনেই সব দলকে নির্বাচনী কর্মকান্ড চালাতে হবে।’

এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন পয়েন্টে সংস্কার কাজ ঘুরে দেখেন ওবায়দুল কাদের। এসময় তিনি গণ্যমাধ্যমকে জানান, ‘এই সড়ক সংস্কারে ১৮ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় মাস সময় বেঁধে দেওয়া হলেও আগামী বর্ষা মৌসুমের আগেই তা শেষ করা হবে। এছাড়া সারা দেশের সব সড়ক-মহাসড়কগুলোর সংস্কার কাজও বর্ষা মৌসুমের আগেই শেষ করতে আমি নির্দেশ দিয়েছি। এর ব্যতিক্রম হলে বা নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

বিজ্ঞাপন

পরিদর্শনকালে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

সারাবাংলা/আইএ

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর