Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশমন্ত্রী করোনায় আক্রান্ত


১২ আগস্ট ২০২০ ২২:৪৭

মৌলভীবাজার: পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এ মন্ত্রীর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। পরে আজ তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। করোনা আক্রান্ত মন্ত্রীকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি করা হচ্ছে।

টেলিফোনে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর।

বিজ্ঞাপন

রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বন ও পরিবেশমন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সাংসদ নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন। তিনি এ পর্যন্ত চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী হিসেবে শপথ নেন।

করোনা মোকাবিলা নভেল করোনাভাইরাস পরিবেশমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর