Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলে অনুপ্রবেশকারী নিয়ে ‘বিপদের ছায়া’ দেখছেন রেজাউল


১২ আগস্ট ২০২০ ২২:২৪

চট্টগ্রাম ব্যুরো: দলের ভেতরে অনুপ্রবেশকারীদের নিয়ে ‘বিপদের ছায়া’ দেখছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দেওয়া বক্তব্যে রেজাউল করিম অনুপ্রবেশকারীদের কবল থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এই দায় আমাদের ওপরও কিছুটা বর্তায়। কারণ আমাদের মধ্যে কেউ না কেউ তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছি। এরা এখন দলের জন্য হুমকি ও বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ অনুপ্রবেশকারীদের কবল থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের বিপদ আসন্ন। আমাদের খেয়াল রাখতে হবে, খন্দকার মোশতাকরা আবারো যেকোনো সময় ফণা তুলতে পারে। দলে বিভাজন সৃষ্টি করতে পারে। আমাদের ভাবতে হবে এবং সর্তক হতে হবে।’

একই সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ বিশ্বাসও করেনি যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। কেউ বিশ্বাস করেনি বঙ্গবন্ধুর খুনিদের বিচার এই বাংলার মাটিতে হবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ফিনিক্স পার্টির মতো জেগে উঠেছে এবং ক্ষমতায় গেছে। বঙ্গবন্ধুর খুনিদেরও বিচার হয়েছে। তাই আমাদের হারানোর কিছু নেই। করোনার যে সংকট, সেটা অবশ্যই কেটে যাবে। আমরা জানি, মেঘের আড়ালে সূর্য হাসে।’

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘শোকাবহ আগস্ট মাসে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হলেও আমরা শোককে শক্তিতে পরিণত করতে পেরেছি। এজন্য ষড়যন্ত্রকারীরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। বঙ্গবন্ধুর পর বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। এই আগস্টেই শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু তিনি বেঁচে গেছেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এটাই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমাদের পরম প্রাপ্তি।’

বিজ্ঞাপন

সভায় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, এম জহিরুল আলম দোভাষ ও  আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, জোবাইদা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী।

ফাইল ছবি

এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর