Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মাছ ধরতে গিয়ে ৩ যুবকের মৃত্যু


১৬ আগস্ট ২০২০ ১৩:৫৬

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার এলাকায় ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। রবিবার (১৬ আগস্ট) লাশ উদ্ধার করা হয়।

মৃত যুবকরা হলেন— মো. আনোয়ার হোসেন (৩৫) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেবরামপুর গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে। তিনি ওমান প্রবাসী। মেহেদী হাসান (২০) একই এলাকার মো. শাহ আলমের ছেলে ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের ব্যবসায়ী। নজরুল ইসলাম স্বপন (৩০) একই এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে।

বিজ্ঞাপন

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, শনিবার সকালে ২৩ জন পর্যটক ঘুরতে মুছাপুর ক্লোজারে আসে। তাদের মধ্যে ৭জন ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীতে মাছ ধরতে নামে। এক পর্যায়ে জোয়ারের পানিতে তিনজন তলিয়ে যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারি বলেন, তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী মাছ ধরতে গিয়ে ৩ যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর