Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আশীর্বাদ’র নায়িকা অপু বিশ্বাস


১৭ আগস্ট ২০২০ ১৮:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ‘আশীর্বাদ’। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাস।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করান ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্যের কাজ করছেন জেনিফার। সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

মানিক বলেন, ‘অপু বিশ্বাসকে চুক্তি করানোর মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে শিল্পীদের চুক্তি করানো শুরু করলাম। শিগগিরই নায়কসহ অন্য অভিনতাদের নাম ঘোষণা করবো।’

বিজ্ঞাপন

‘আশীর্বাদ’-এ অভিনয় করা নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, ভেবে অনেক ভালো লাগছে। লকডাউনের সময় আমরা নিরাপদে ছিলাম, ভালো ছিলাম। তবে আবারও কাজে ফিরতে পারবো- সেটা ভাবিনি। দর্শকরা সবসময় যেভাবে আমার পাশে ছিলেন আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।’

মানিক জানান, তারা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে ইচ্ছে আছে সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু করার।

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর