Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবুধাবি থেকে যাত্রী ফেরত: অনুসন্ধানে বেবিচক পাচ্ছে ৫ দিন সময়


১৭ আগস্ট ২০২০ ২৩:১১

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এয়ারপোর্ট থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা অনুসন্ধান করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রকৃত কারণ অনুসন্ধান করে বেসামরকি বিমান পরবিহন ও র্পযটন মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ওই প্রতিবেদনের আলোকে উপর্যুক্ত ফ্লাইটে দেশে প্রত্যাবর্তনকারী যাত্রীদের পুনরায় সংশ্লিষ্ট এয়ারলাইন্স কিংবা সরকারি ব্যবস্থাপনায় গন্তব্য দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। যে সব যাত্রীর বাংলাদেশ বিমানের টিকিট বুকিং দেওয়া আছে, পরবর্তী ফ্লাইটসমূহে অগ্রাধিকারভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অনুকূলে টিকিট প্রদান করবে এবং এ ক্ষেত্রে টিকিটের জন্য যাত্রীদের অতিরিক্ত কোনো মূল্য পরিশোধ করতে হবে না। আর বিদেশ গমনেচ্ছু এবং দেশে ফিরে আসতে ইচ্ছুক যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ক্রমান্বয়ে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতি আরও ভালো হওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে এবং বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের ন্যায্য মূল্য নির্ধারণের বিষয়ে বেবিচক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘প্রবাসী কর্মীরা দেশের সম্পদ। গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘অভিবাসীরা যাতে সহনশীল পর্যায়ের বিমান ভাড়ায় নির্বিঘ্নে গন্তব্যে ফিরে যেতে পারেন সেদিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে। এছাড়া প্রবাসী কর্মীদের বিদেশ যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা অব্যহত থাকবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, আরব আমিরাতের নিয়ম অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনস আবুধাবি কাস্টমস থেকে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন-এপিআই না নেওয়ার কারণে ৬৮ বাংলাদেশি অভিবাসী ফেরত পাঠায়। রোববার (১৭ আগস্ট) তারা ঢাকা থেকে আবুধাবি পৌঁছালে দেশটির কাস্টমস ওইসব অভিবাসীদের ফেরত পাঠায়। এরপর তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লোরে বসে বিক্ষোভ শুরু করলে বৈঠকে বসে আন্তঃমন্ত্রণালয় কমিটি।

আবুধাবি যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর