Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মিরে ‘সন্ত্রাসী’ হামলা, পুলিশসহ মৃত ৬


১৮ আগস্ট ২০২০ ১৬:১৩

ভারতের কেন্দ্রশাসিত কাশ্মিরে এক ‘সন্ত্রাসী’ হামলায় চার পুলিশসহ ছয়জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।

তাদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দুইজন আক্রমন চালানো জঙ্গিগোষ্ঠীর সদস্য।

এ ব্যাপারে কাশ্মিরের পুলিশ প্রধান বিজয় কুমার বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সকালে শ্রীনগরের উত্তরে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় স্থানীয় পুলিশের এক সদস্য এবং প্যারামিলিটারি ফোর্সের দুই সদস্য মারা যান।

পরে, ওই হামলার জবাবে চিরুনী অভিযানে নামে পুলিশ সে সময় দুই জঙ্গি এবং অপ্র এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।

এদিকে, কেন্দ্রের অধীনে কাশ্মিরের শাসন ব্যবস্থা স্থানান্তরিত হওয়ার পর থেকে এ পর্যন্ত এই ঘটনায় তৃতীয় সর্বোচ্চ প্রাণহানি হলো বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগের বছর আগস্টে নিজস্ব বিশেষ ক্ষমতা বাতিল করে জম্মু-কাশ্মির ও লাদাখকে কেন্দ্রের অধীনে নিতে ভারতের সংবিধানের ৩৭০ ধারা সংশোধন করা হয়।

অন্যদিকে, কাশ্মিরের পুলওয়ামা জেলার একটি ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক জব্দ করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্রিজ ভেঙ্গে ফেলার মাধ্যমে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় কাশ্মিরে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার প্রাণহানির ঘটনা ঘটেছে। তাদের অধিকাংশই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য।

কাশ্মির টপ নিউজ ভারত মৃত্যু শ্রীনগর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর