ঝড়ো হাওয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-মেয়ের মৃত্যু
১৮ আগস্ট ২০২০ ১৭:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাড়ির পেছনে জলাশয় থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝড়ো হাওয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মেয়ের মৃত্যুর পর তাকে উদ্ধার করতে গিয়ে মায়েরও একইভাবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছন থেকে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম।
মৃত দু’জন হলেন— মা রাশেদা বেগম (৩৭) ও মেয়ে মরিয়ম আক্তার (১২)। রাশেদার স্বামী বাদশা মিয়া কৃষিকাজ করেন। তাদের বাড়ি কক্সবাজার জেলায় হলেও থাকেন লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামে।
ঘটনাস্থলে যাওয়া লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বাড়ির পেছনে একটি ছোট ডোবার মতো আছে। সেখানে সোমবার রাতে শাক তুলতে গিয়েছিল মরিয়ম। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সেখানে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। ছিঁড়ে পড়লেও বিদ্যুতের সংযোগ থাকায় সেই তারে জড়িয়ে মরিয়মের মৃত্যু হয়। রাতে খুঁজে না পেয়ে সকালে তার মা ওই ডোবায় নেমে মেয়েকে পড়ে থাকতে দেখেন। এসময় রাশেদা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে পুলিশ পরিদর্শক রাশেদুল জানিয়েছেন।