Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি ভিসাধারী আবুধাবিগামীদের পরিবহন স্থগিত করেছে বিমান


১৮ আগস্ট ২০২০ ২২:০৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ ০৩:০৭

ঢাকা: এমপ্লয়মেন্ট ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপ্লয়মেন্ট ভিসাধারী সন্মানিত যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছেন না। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আপাতত এমপ্লয়মেন্ট ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন স্থগিত করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই কারণে আপাতত আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান আবারও যাত্রী পরিবহন শুরু করবে।

আবধাবিগামী চাকরি ভিসাধারী টপ নিউজ পরিবহন স্থগিত বাংলাদেশ বিমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর