Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আসনের উপ-নির্বাচনে আ.লীগের ৪৩ মনোনয়ন প্রত্যাশীর ফরম সংগ্রহ


১৯ আগস্ট ২০২০ ১০:১৮

ঢাকা: জাতীয় সংসদের পাঁচটি শূন্য আসনের উপ-নির্বাচনে দ্বিতীয় দিন পর্যন্ত আওয়ামী লীগের ৪৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগহ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দ্বিতীয় দিনেও নৌকার মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। এর আগে সোমবার (১৭ আগস্ট) থেকে এই পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ফরম বিতরণ ও জমার কার্যক্রম শুরু হয়।

নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই)

বিজ্ঞাপন

দ্বিতীয় দিন পর্যন্ত সাতজন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন- আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য (১৯৭৩-৭৪) শেখ মো. রফিকুল ইসলাম, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আক্কাস আলী প্রামানিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. নওশের আলী, সদ্যপ্রয়াত এমপি ইসরাফিল আলমের স্ত্রী মোছা. সুলতানা পারভীন, নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান।

পাবনা-৪ (আটঘরিয়া ও ঈশ্বরদী)

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে দ্বিতীয় দিন পর্যন্ত ফরম সংগ্রহ করেছেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য এ এস এম নজরুল ইসলাম, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বশির আহমদ আহমেদ, পাবনা জেলা আওয়ামী লীগের উপ-দফতর সৈয়দ আলী, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মো. রবিউল আলম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, পাবনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ড. ঈশ্বরদী কলেজ ছাত্রলীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক মুসলিমা জাহান, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জালাল উদ্দিন এবং পাবনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লাল।

বিজ্ঞাপন

ঢাকা-৫ আসন

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ফরম সংগ্রহ করেছেন- বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি হারুন-উর-রশিদ, রমনা থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কাশেম, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আতিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটির সাবেক সদস্য চৌধুরী সাইফুন্নবী, আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও মুক্তিযোদ্ধা নুর ইসলাম মোল্লা এবং উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।

ঢাকা-১৮ আসন

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ফরম সংগ্রহ করেছেন- বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. আবুল বাশার, ভাষানটেক থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপিত মোহাম্মদ আলী ফকির, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী (রবিন), চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রাজ্জাক খান, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মুমতাজুল করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খসরু চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য নাজমুল হক বাবু, সাবেক ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম এস এম মোফাজ্জল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য মমতাজ উদ্দিন মেহেদী, ঢাকা মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার বেলায়েত হোসেন এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ শামীম রেজা।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর)

এই আসনে এখন পর্যন্ত কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তবে সদ্যপ্রয়াত এমপি মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বুধবার (১৯ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, এই ৫টি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ১৭ আগস্ট হতে ২৩ আগস্ট ২০২০ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল পাঁচটার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে বলা হয়। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সকলকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার লোকসমাগম না করে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ করা হয়।

আওয়ামী লীগ উপ-নির্বাচন দলীয় মনোনয়ন ফরম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর