Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাঙ্গলের হাল ধরতে মনোনয়ন সংগ্রহ করেছেন ১ হাজার ৭৩৭ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৩ ২০:১৭

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাঙ্গল প্রতীকের হাল ধরতে গত তিন দিনে ১ হাজার ৭৩৭ জন মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এর মধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি এবং আজ বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২২৭টি মনোনয়ন ফরম গ্রহণ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা।

আগামীকাল শুক্রবারও (২৪ নভেম্বর) মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

মনোনয়ন বিক্রির পাশাপাশি আগামীকাল ২৪ নভেম্বর শুক্রবার থেকে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান এর কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

* ২৪ নভেম্বর, শুক্রবার সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকেল ৩টায় রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

* ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

* ২৬ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি টপ নিউজ মনোনয়ন ফরম

বিজ্ঞাপন
সর্বশেষ

একদিনেই বন্ধ কাটা ইলিশ বিক্রি
১১ অক্টোবর ২০২৪ ২২:২০

সম্পর্কিত খবর