Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ৪৮ হাজার বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন


১৯ আগস্ট ২০২০ ১৯:১৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জাফরপুর এলাকায় মুজিবশতবর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বের্ডের আয়োজনে ৪৮ হাজার বৃক্ষরোপণ ও ৮০ কেজি মাছের পোনা অবমুক্ত কাজের উদ্বোধন করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওয়তায় ৬৪ জেলার অভ্যন্তরে ছোট খাল ও জলাশয় পুন:খনন প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার খনন করা নবগঙ্গা নদীর ওপর পাড়ের দুধারে বৃক্ষরোপণ শুরু এবং ওই নদীতেই মাছের পোনা অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, নবগঙ্গা নদীর ১৪ কিলোমিটারের উভয়তীরে ৪৮ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পর্যায়ক্রমে রোপন ও নদীতে মাছের পোনা অবমুক্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সামসুজ্জোহা মল্লিক হাসু, বাংলাদেশ আওয়ামী লীগ খাদিমপুর ইউনিয়ন শাখা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক লোটাস জোয়ার্দ্দার ও বাংলাদেশ আওয়ামী লীগ মাখালডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি বিশ্বজিৎ সাহা ও আওয়ামী লীগ নেতা মাহাবুল হোসেন লাল্টুসহ অন্যরা।

চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর