Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিজমি রক্ষা করে শিল্পে বিনিয়োগ আকৃষ্টের আহ্বান প্রধানমন্ত্রীর


২০ আগস্ট ২০২০ ১৫:০০ | আপডেট: ২০ আগস্ট ২০২০ ১৮:৪০

ঢাকা: দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষিজমি রক্ষা করে শিল্পায়নের ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টে গুরুত্বরোপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বডির ৭ম সভায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি কৃষি নির্ভর এতে কোনো সন্দেহ নেই। এর সাথে সাথে শিল্পায়নও প্রয়োজন। তবে শিল্পায়নের ক্ষেত্রে আবার আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে, আমাদের দেশ ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি এবং তা বাড়ছে। এই জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সেজন্য আমাদের কৃষি জমিও রক্ষা করতে হবে। আবার প্রকৃতির সাথে যেন আমরা চলতে পারি সেটাও দেখতে হবে। বাংলাদেশ একটা ডেল্টা (বদ্বীপ)- এটা আমাদের মাথায় রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা আমাদের একান্তভাবে অপরিহার্য। সেদিকেও আমাদের যেমন দৃষ্টি দিতে হবে, আবর সেইসঙ্গে কর্মসংস্থানও সৃষ্টি করতে হবে। কৃষিজমি যাতে রক্ষা পায় সেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিল্পায়নও করতে হবে।আর শিল্পায়নের ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দিতে হবে।’

আহ্বান কৃষিজমি দেশি-বিদেশি বিনিয়োগ প্রধানমন্ত্রী রক্ষা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর