Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ পক্ষে এলে ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা


২০ আগস্ট ২০২০ ২২:৫৩ | আপডেট: ২১ আগস্ট ২০২০ ০৯:১০

ফাইল ফটো

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ কমে পরিবেশ পক্ষে এলে পনেরো দিনের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের এ করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তবে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।’

১৪ লাখ পরীক্ষার্থীর সঙ্গে আরও কয়েক লাখ লোকবল জড়িত। এত সংখ্যক মানুষকে পরীক্ষার জন্য আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। অনুকূল পরিবেশ তৈরি হলে তার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, যাতে পরীক্ষার্থীরা জেনে প্রস্তুতি নিতে পারে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও চিন্তা করা হবে।’

করোনা করোনা মোকাবিলা টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর