Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈমানিকদের ঝুঁকি ভাতা বাড়ানোর সুপারিশ


২০ আগস্ট ২০২০ ২৩:৩২

ঢাকা: বেসামরিক প্রশাসনের সঙ্গে মিল রেখে বৈমানিকদের ঝুঁকি ভাতা বাড়ানোর সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রস্তাবের আলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে কমিটির বৈঠকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। বৈঠকে কমিটির সদস্য মো. ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কমিটি সূত্র জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে সমাপ্ত চারটি উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া ২০২০-২১ অর্থবছরে চলমান ২৩টি উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করার সুপারিশ করা হয়।

ঝুঁকি ভাতা ঝুঁকি ভাতা বাড়ানোর সুপারিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৈমানিক সংসদীয় কমিটি স্থায়ী কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর