ঝুঁকির মুখে মোংলার মেরিন ড্রাইভ সড়ক ও স্লুইস গেইট
২৩ আগস্ট ২০২০ ১২:২৮
মোংলা: নদীর পানি বেড়ে যাওয়ায় চরম ঝুঁকির মুখে পড়েছে মোংলার মেরিন ড্রাইভ সড়ক ও তিনটি স্লুইস গেইট। পানির প্রচণ্ড চাপে ইতোমধ্যে স্লুইস গেইটে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে, মেরিন ড্রাইভ সড়কও ডুবে গেছে। এই সড়ক পৌর শহরকে বন্যার হাত থেকে রক্ষা করে। সড়কটি ডুবে যাওয়ায় নদীর পানি পৌরসভার ভেতরে প্রবেশ করার আশঙ্কা করছেন স্থানীয়রা।
শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আলহাজ শেখ কামরুজ্জামান জসিম বলেন, কুমারখালী এলাকায় রাস্তায় ভাঙ্গন শুরু হয়েছে । আর কয়েকদিন গেলেই রাস্তাটি পুরোপুরি নদীগর্ভে চলে যাবে । প্রতিদিন কয়েক হাজার লোক এই রাস্তা দিয়ে চলাচল করা থাকে ।
মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী বলেন, নদীতে যে পরিমাণ পানি বেড়েছে তাতে মেরিন ড্রাইভ সড়কটির বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিছু লোক মেরিন ড্রাইভ সড়কের পাশ দিয়ে মাটি খনন করে নিয়ে যাচ্ছে এবং অনেক জায়গার ব্লক নষ্ট করার পাশাপাশি ব্লক সরিয়ে ফেলছে তারা। এর ফলে যে কোন সময় এই সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। এছাড়া স্লুইস গেইটগুলোর ওপরও প্রচন্ড চাপ পড়ছে। বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।