Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের ভুতুড়ে বিল: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ


২৩ আগস্ট ২০২০ ১৪:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাকালে তিন মাসে মিটার রিডিং না দেখে করা ভুতুরে বিল ওয়েবসাইটে প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে বিল আদায় বন্ধের কথাও বলা হয়েছে নোটিশে।

রোববার (২৩ আগস্ট) কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ পাঠান।

বিদ্যুৎ বিভাগের সচিব, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসি ও ডেসকোসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়। নোটিশে ৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘তিন মাসের অবৈধ বিল আদায় বন্ধ, ওই বিল বাতিল করে মিটার রিডিং দেখে নতুন বিল তৈরি এবং বিলম্ব মাশুল না নিতে নোটিশে বলা হয়েছে।’

এছাড়া কী পরিমাণ বিল অতিরিক্ত প্রস্তুত করা হয়েছে বা গ্রাহকদের থেকে নেওয়া হয়েছে তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এছাড়া বিল তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিইআরসি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নোটিশে বলা হয়েছে।

আইনি নোটিশ দায়ী ব্যবস্থা ভুতুড়ে বিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর