নওগাঁ: নওগাঁর সাপাহারে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পাতইর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— পাতইর গ্রামের আফজাল হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (১৪) এবং গোডাউন পাড়া গ্রামের এচাহাক আলীর ছেলে শফিকুল ইসলাম (১৩)।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, দুপুরে পাতইর স্কুল মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে ওই দুই কিশোরের মৃত্যু হয়।
ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।