Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেকেজির সাবরিনাকে জেলগেটে দুদকের জিজ্ঞাসাবাদ


২৪ আগস্ট ২০২০ ১৬:৫৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ আগস্ট) সকালে দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনি তাকে জিজ্ঞাসাবাদ করে।

এর আগে গত ২০ আগস্ট সাবরিনাসহ ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় দুদক। সাবরিনা ও আরিফুল ছাড়া অন্যান্যরা হলেন- তাদের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা।

বিজ্ঞাপন

উল্লেখ্য: ১৫ হাজার ৪৬০টি করোনার ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি ও সরবরাহ করে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবরিনার বিরুদ্ধে। আর এই অভিযোগের ভিত্তিতে গত ১৩ জুলাই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

ফাইল ছবি

জিজ্ঞাসাবাদ জেলগেট ডা. সাবরিনা চৌধুরী দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর