উপনির্বাচনে আগ্রহীদের মাঝে জাপার মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল
২৪ আগস্ট ২০২০ ১৭:৪১
ঢাকা: আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে ঢাকা-৫, নওগাঁ-৬ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
সোমবার (২৪ আগস্ট) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ আগস্ট পর্যন্ত প্রার্থীদের পূরণকৃত মনোনয়ন ফরম জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। আর ৩১ আগস্ট বেলা ১১টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পাবনা-৪ আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দলীয় প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম না করে মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের তফসিল ঘোষণা হলে এসব আসনের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।