Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় ক্ষয়ক্ষতি ৬ হাজার কোটি টাকা


২৫ আগস্ট ২০২০ ২২:৪৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ২৩:২৮

ঢাকা: এবার কয়েক দফা বন্যায় দেশের ৩৩ জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ হাজার ৯২৭ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ টাকা। কৃষির পাশাপাশি বিভিন্ন খাতে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এ এ তথ্য তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এবার কয়েক দফা বন্যায় দেশের ৩০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত ৩৩ জেলাসহ মোট ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা ৪০।

ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো— লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, সুনামগঞ্জ,  সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, সিলেট, টাঙ্গাইল, রাজবাড়ি, মাদারীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর,  কিশোরগঞ্জ, নেত্রকোনা, নওগাঁ, শরীয়তপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, নাটোর, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, রাজশাহী, গাজীপুর, গোপালগঞ্জ ও পাবনা।

বন্যায় ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, গবাদি পশু, ক্ষেত, বীজতলা, মাছের খামার, স্কুল-কলেজ-মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যুৎ সংযোগ লাইন, টেলিফোনের টাওয়ার, সড়ক, সেতু-কালভার্ট, বাঁধসহ বিভিন্ন খাতেই ক্ষতি হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ক্ষয়ক্ষতির চিত্র অনুযায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

ডা. এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বন্যা বন্যায় ক্ষয়ক্ষতি

বিজ্ঞাপন

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর