পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা
২৬ আগস্ট ২০২০ ১৬:৩০ | আপডেট: ২৬ আগস্ট ২০২০ ১৮:১৭
ঢাকা: পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। বুধবার (২৬ আগস্ট) দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে এদিন ডিএসইতে আর্থিক লেনদেন কমলেও সিএসইতে কিছুটা বেড়েছে।
বুধবার ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ২৮৬ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ১০৭টির এবং ৫৩টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৭ পয়েন্টে উন্নীত হয়। ডিএসইর শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৯ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ৭৮৩টি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬৭টি প্রতিষ্ঠানের ৯৭ লাখ ৭৭ হাজার ৬০০টি শেয়ার ও মিউচুয্যাল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১০২টির এবং ৫৩টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৩৪ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ২৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।