‘বস্ত্র ও পাটখাতে জনশক্তি তৈরিতে টেক্সটাইল কলেজ বড় ভূমিকা রাখবে’
২৮ আগস্ট ২০২০ ১৯:৫৮
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বস্ত্র ও পাট খাতে দক্ষ জনশক্তি তৈরি করতে সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড টেক্সটাইল কলেজ ব্যাপক ভূমিকা রাখবে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সরেজমিনে কলেজ নির্মাণের জায়গা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড ও গোলাকান্দাইল এলাকায় বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে বঙ্গবন্ধু বস্ত্র ও পাট জাদুঘর, জামদানি বস্ত্র প্রদর্শনী ও উন্নয়ন কেন্দ্র এবং জামদানি বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র, সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড টেক্সটাইল কলেজ নির্মাণ করা হবে।
গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘রূপগঞ্জে বেশ কয়েকটি জায়গা দেখেছি। গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে রোডের পাশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড টেক্সটাইল কলেজের জন্য একটি জায়গা দেখে এসেছি। জায়গাটি দেখে সবার পছন্দ হয়েছে। সরকারিভাবে কিভাবে জায়গাগুলো নেওয়া যায়, কিভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা যায় সেই ধরণের আমরা চিন্তা ভাবনা করছি। এটা অচিরেই বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি।’
নারায়ণগঞ্জ একটি বস্ত্রশিল্প নির্ভর এলাকা উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘এখানে বস্ত্র খাতের দক্ষ জনবল তৈরি করতে এই ইনস্টিটিউট কাজ করবে। জায়গা নির্ধারণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ প্রকল্প সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই ইনসটিটিউটের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।’
এ সময় বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এসব স্থাপনা গড়ে উঠলে বস্ত্র ও পাট খাতে এগিয়ে যাবে দেশ।’
বস্ত্র অধিদফতরের ডিজি দিলিপ কুমার সাহা বলেন, ‘এসব প্রতিষ্ঠান গড়ে উঠলে বস্ত্র ও পাট খাতে সৃষ্টি হবে দক্ষ জনবল।’
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুশরাত জাহান বলেন, ‘গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর হোসেন ভূঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুল হাসান তুহিন সরকারের এমন উদ্যোগের প্রশংসা করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ধন্যবাদ জানান।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুল হাসান তুহিন, বাংলাদেশ স্পেশাল টেক্সটাইল মিলস ও পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হামিদুল হক খোকন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য আবুল কালামসহ অনেকে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দক্ষ জনশক্তি বস্ত্র ও পাট বস্ত্র ও পাটমন্ত্রী