Sunday 29 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান


২৯ আগস্ট ২০২০ ১৪:৫৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২০ ১৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো রকমের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৯ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতিকালে লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুকে পেইজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খোলা হয়েছে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

বিজ্ঞাপন

তা ছাড়া এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হয়।

এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, স্বাস্থ্যঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো। পরীক্ষা নেবার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে এবং তারিখ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ও সিদ্ধান্ত নেওয়া হবে।

মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড নামের একটি ভুয়া পেজে লেখা আছে, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর, শিক্ষা মন্ত্রণালয়।’ যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেইজ রয়েছে। এছাড়া অন্য কোনো পেজের তথ্য বিশ্বাস করে কাউকে বিভ্রান্ত না হতে বলা হয়েছে। ভেরিফায়েড পেজটি হলো https://www.facebook.com/moebdgov 

এই পরিস্থিতিতে কোনো গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে আহ্বান জানানো হয়েছে।

এসএসসি টপ নিউজ পরীক্ষা শিক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর