৫ আসনে নৌকা দিতে বোর্ড সভা সীমিত পরিসরে, ফোনেও নেওয়া হবে মতামত
৩০ আগস্ট ২০২০ ০১:১৫ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ০৪:২৮
ঢাকা: পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে বোর্ড সদস্যদের উপস্থিতিতে এ সভা হবে। মনোনয়ন বোর্ডের বাকি সদস্যদের কাছে টেলিফোনে মতামত নেবেন বোর্ড প্রধান আওয়ামী লীগ সভাপিত শেখ হাসিনা।
রোববার (৩০ আগস্ট) বিকেলে সাড়ে চারটায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর এই প্রথম গণভবনে দলীয় কোনো সভা হতে যাচ্ছে। সভায় বোর্ড সদস্যদের মধ্যে- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান এবং ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া বোর্ড সভাপতির অনুমতিক্রমে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কিংবা প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ- এই দুজনের একজন উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
জাতীয় সংসদের পাঁচটি শূন্য আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নের প্রত্যাশায় ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ১৪১ আওয়ামী লীগ নেতা। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঢাকা-১৮ আসনের জন্য। অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে মাত্র তিনজন নৌকার মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
এর আগে পাঁচ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে মঙ্গলবার (২৫ আগস্ট) সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ‘অনিবার্য’ কারণবশত আপাতত পিছিয়ে যায়। সেসময় দিন পাঁচেক পর এই সভা অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্রগুলো সারাবাংলাকে নিশ্চিত করেছিল।
সংসদীয় পাঁচ শূন্য আসনের মধ্যে মাত্র একটির উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এছাড়া তারিখ নির্ধারিত হয়েছে আরও দুটি আসনের উপনির্বাচনের। রোববার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বাকি দুটি আসনে নির্বাচনের তারিখই নির্ধারণ করা হয়নি। তবে নির্বাচন কমিশনের তারিখ ঘোষণার সিদ্ধান্তের অনেক আগে থেকেই পাঁচ আসনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। রোববার ইসি যখন নির্বাচনের তারিখ ঘোষণা দিচ্ছে, ততক্ষণে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শেষ।
গত ১৭ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দলের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে আগ্রহীদের ফরম সংগ্রহ ও জমার নির্দেশনা দেওয়া হয়েছিল। গত রোববার ছিল ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সেসময় সারাবাংলাকে জানান, পাঁচটি আসনের জন্য ১৪১ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা-১৮ আসনে মনোনয়ন চাইছেন ৫৬ জন। এছাড়া নওগাঁ-৬ আসনে ৩৪ জন, পাবনা-৪ আসনে ২৮ জন ও ঢাকা-৫ আসনে মনোনয়ন পেতে ২০ জন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মনোনয়ন বোর্ডের সভা রোববার বিকেল সাড়ে চারটায় হবে। বোর্ডে অনুপস্থিত বাকি সদস্যদের কাছ থেকে টেলিফোনে মতামত নেবেন মনোনয়ন বোর্ড প্রধান আওয়ামী লীগ সভাপিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
৫টি আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী যারা
পাঁচ সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের উল্লেখযোগ্য কয়েকজনের তালিকা দেওয়া হলো—
ঢাকা-১৮
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. আবুল বাশার, ভাষানটেক থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ফকির, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী (রবিন), পুলিশের সাবেক ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য মমতাজ উদ্দিন মেহেদী, পাবনা বেড়া উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আব্দুল আজিজ খান, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সদস্য ফয়সাল আহমেদ, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমা ফেরদৌসী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সাবেক সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুব্বর (আমিনুল), আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হাফিজ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মতিউর রহমান, দক্ষিণখান আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজউদ্দিন আহম্মেদ।
ঢাকা-৫
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহসভাপতি হারুন-উর-রশিদ, রমনা থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কাশেম, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য চৌধুরী সাইফুন্নবী, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য সালাউদ্দিন আহমেদ, যুব মহিলা লীগের যুগ্মসাধারণ সম্পাদক নাদিয়া পারভীন ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
সিরাজগঞ্জ-১
প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র ও এই আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, প্রয়াত মোহাম্মদ নাসিমের বড় ভাই ড. মোহাম্মদ সেলিমের পুত্র ব্যারিস্টার রিপন এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি অমিত কুমার দেব।
পাবনা-৪ (আটঘরিয়া ও ঈশ্বরদী)
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বশির আহমদ আহমেদ, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সৈয়দ আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মো. রবিউল আলম, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম লাল, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন।
নওগাঁ-৬
প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের স্ত্রী মোছা. সুলতানা পারভীন, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. মমতাজ বেগম, সহসভাপতি মোহাম্মদ আক্কাস আলী প্রামানিক ও সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য (১৯৭৩-৭৪) শেখ মো. রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নওশের আলী, নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মান্না মেহেদী মানিক।
প্রসঙ্গত, রোববার পাঁচ আসনের মধ্যে পাবনা-৪ আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ হবে সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ সেপ্টেম্বর।
বাকি চার আসনের মধ্যে ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। তবে এখনো এই দুই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। আর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।
৫টি উপনির্বাচন গণভবন বোর্ড সভা সংসদীয় আসন সীমিত পরিসর স্বাস্থ্য বিধি