Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগেশ্বরীতে পুলিশি হয়রানির প্রতিবাদে কৃষক পরিবারের সংবাদ সম্মেলন


৩০ আগস্ট ২০২০ ১৬:৫১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা কর্তৃক এক কৃষক পরিবারের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুর রহমান। এ সময় তিনি নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর, এসআই তাজেদুর রহমান ও তদন্ত কর্মকর্তা ফারুকী মাহমুদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আব্দুর রহমান অভিযোগ করেন, আদালতে জমিজমা সংক্রান্ত চলমান মামলায় বিবাদী পক্ষের সঙ্গে হাত মিলিয়ে নাগেশ্বরী থানার ওসি রওশন কবীরসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শুধু তাই নয়, মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য তার কাছ থেকে জোড় করে মুচলেকা নেওয়ার অভিযোগও করেন তিনি।

এ অবস্থায় পরিবারের নিরাপত্তাসহ উক্ত মামলার পূর্ণ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করেন কৃষক আব্দুর রহমান। এ সময় তার দুই ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কৃষক পরিবার নাগেশ্বরী পুলিশি হয়রানি সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর