সন্তানসহ নদীতে পড়ে যাওয়া পুলিশ সদস্যের লাশ উদ্ধার
৩০ আগস্ট ২০২০ ১৮:৫১
নড়াইল: মধুমতি নদীতে নিখোঁজের প্রায় ৩৭ ঘণ্টা পর নড়াইলের লোহাগড়ার মহিষাপাড়া ঘাট এলাকা থেকে পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান মোল্লার (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনও তার শিশুপুত্র আনাসের খোঁজ মেলেনি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়ার মহিষাপাড়া ঘাট এলাকায় (কালনা ঘাট থেকে ২ কিলোমিটার দক্ষিণে) মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানি থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে সকাল ১২টার দিকে লাশ হস্তান্তর করে পুলিশ।
এর আগে, গত শুক্রবার বিকাল ৫টার দিকে লোহাগড়ার চাচই গ্রামের আজাদ মোল্লার ছেলে পুলিশ কনস্টবল আবু মুসা রেজওয়ান মোল্লা (২৮) তার স্ত্রী সাদিয়া বেগম ও ছয় মাস বয়সী শিশুপুত্র আনাসসহ ৬ জনে মিলে নৌকা ভ্রমণে মধুমতি নদীতে যান। সন্ধ্যা ৭টার দিকে কালনা ঘাটের কাছে এসে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। একপর্যায়ে দ্রুত গিয়ে ট্রলারটি নির্মাণাধীন মধুমতি সেতুর নদীর মাঝের পাইলের সাথে আঘাত লাগে। সজোরে ধাক্কা লাগায় আবু মুসা শিশুপুত্রকে নিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটার পর থেকে উদ্ধার অভিযান চললেও গত শনিবার সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছিল।