Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে প্রসাধনী বিক্রি করতে আমার শপের যাত্রা শুরু


২ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৫

ঢাকা: ‘শপ উইথ আ স্মাইল’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে প্রসাধনীভিত্তিক ই-কমার্স সাইট ‘আমার শপ ডটকম ডটবিডি’। রুপচর্চায় ব্যবহৃত দেশি- বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের শতভাগ খাঁটি, শুদ্ধ ও প্রকৃত প্রসাধনী সামগ্রী দ্রুত সময়ে সরবরাহ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বর এক অনুষ্ঠানে সাইটটির উদ্বোধন করা হয়। জুম অ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে সাইটটির উদ্বোধন করেন ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার।

বিজ্ঞাপন

ইক্যাব সভাপতি বলেন, বর্তমান প্রেক্ষাপটে অনলাইন মার্কেটের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। আমার শপ ডটকম ডটবিডির যাত্রা শুরু একটি সময়োপযোগী উদ্যোগ। এখানে সঠিক পণ্যটি সঠিক সময়ে গ্রাহকরা পাবেন। গ্রাহকের আস্থা ধরে রাখতে আমার শপের স্বত্বাধিকারী সঠিক পণ্যটি নির্দিষ্ট সময়ে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন, সেটিই আমার প্রত্যাশা।

আমার শপের প্রতিষ্ঠাতা রুনা আমির বলেন, দিনটি আমার জন্যে খুবই আনন্দের। কয়েক বছর ধরে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করেছি। বিভিন্ন দেশের গুণগত মানের প্রসাধনী সামগ্রী নিয়ে এসেছি। আজ এফ কমার্স থেকে ই-কমার্সে গিয়েছি। গ্রাহকদের আগের মতোই প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক পণ্য দ্রুত সময়ে সরবরাহ করতে পারব বলে আশা করি। নারী উদ্যোক্তা হিসেবে সুন্দরভাবে ব্যবসা পরিচালনার চেষ্টা করব।

অনুষ্ঠানে জানানো হয়, আমার শপে বিভিন্ন ধরনের কসমেটিকস, স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার পণ্য পাওয়া যাবে। সব ধরনের দেশি-বিদেশি ব্র্যান্ডের সমারোহে সজ্জিত সাইটটি থেকে যে কেউ যেকোনো সময় অনলাইনে পণ্য অর্ডার করতে পারবেন। শিগগিরই তারা ক্রেতাদের সুবিধার জন্য অ্যাপও চালু করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা আক্তার নিশা, করপোরেট অ্যাফেয়ার্স সাবকমিটির সহসভাপতি আদনান আহমেদ, ভার্চুয়াল মার্কেট সল্যুশন লিমিটেডের সিইও আশরাফুজ্জামান রাসেল ও শেখ আব্দুল করিম রনি।

আমার শপ ই-কমার্স সাইট যাত্রা শুরু শমী কায়সার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর