Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ ফেরত ৮৩ বাংলাদেশি কারাগারে


২ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩২ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪১

ঢাকা: ভিয়েতনাম ও কাতার থেকে দেশে ফেরা ৮৩ বাংলাদেশিকে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সতব্রত সিকদার এ আদেশ দেন।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় তারা কোয়ারেনটাইনে ছিলেন। কিন্তু সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। প্রবাসে থাকার সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আছে। এ কারণে গত ১৮ আগস্ট তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে আসার পর তাদের কোয়ারেনটাইনে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ আরও জানান, গ্রেফতার ৮৩ জনের মধ্যে দু’জন ফিরেছেন কাতার থেকে। বাকি সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

৮৩ বাংলাদেশি কারাগারে প্রবাসী বিদেশ ফেরত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর