Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


২ সেপ্টেম্বর ২০২০ ২১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর শান্তিনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফারুক হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা পৌনে ৭টায় তার মৃত্যু হয়।

সহকর্মী আব্দুস সালাম জানান, ফারুকের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। পেশায় রড মিস্ত্রীর কাজ করত সে। থাকত শান্তিনগর ওই নির্মাণাধীন ভবনেই। বিকেলে ওই ভবনের ৩য় তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিলো সে। মাচান ভেঙে নিচে পরে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমসি ঢাকা মেডিকেল নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর