Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ, বরখাস্ত ৩


২ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৫ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২০ ২১:৫২

গাজীপুর: গাজীপুরে অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ঢাকার একটি শাখায় নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন— ব্যাংকের শ্রীপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম এবং ক্যাশ অফিসার বদরুল হাসান সনি ও মো. দোলোয়ার হোসেন।

অগ্রণী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, এভাবে ব্যাংকের টাকা কারও একার পক্ষে তুলে আত্মসাৎ করা সম্ভব নয়। কী পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে— তা জানতে অডিট চলছে। ৩১ আগস্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করা টাকার গড়মিলের তথ্য ও অভিযোগ নিয়ে গ্রাহকরা এসেছেন। ৩০ আগস্ট পর্যন্ত এক কোটি ৩০ লাখ টাকা উদ্ধার করে গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা সম্ভব হয়েছে, যার সবই ক্যাশ অফিসার বদরুল হাসান সনি দিয়েছেন বলেও তিনি জানান।

অগ্রণী ব্যাংক লিমিটেডের গাজীপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক শামীম আরা সুলতানা গণি সাংবাদিকদের জানান, সম্প্রতি ওই অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখায় গ্রাহকেদের ব্যাংক হিসাবে রাখা টাকার গড়মিলের তথ্য জানার পর অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যান এবং অডিট টিম গঠন করে তদন্ত শুরু করা হয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেলে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।

৩ কর্মকর্তা বরখাস্ত অগ্রণী ব্যাংক কোটি টাকা আত্মসাৎ গ্রাহকের টাকা আত্মসাৎ শ্রীপুর শাখা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর