ওমানে নতুন দূত হচ্ছেন মিজানুর রহমান
৩ সেপ্টেম্বর ২০২০ ০০:১৮
ঢাকা: কূটনীতিক মিজানুর রহমানকে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে কানাডায় বাংলাদেশের হাই কমিশনার পদে দায়িত্ব পালন করছেন।
সকল আনুষ্ঠানিকতা শেষে তিনি দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেষ্ঠ্য কূটনীতিক মিজানুর রহমান ১৯৮৫ সালের বিসিএস ক্যাডারে যোগ দেয়ার মধ্য দিয়ে কূটনৈতিক পেশায় যোগ দেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশের পক্ষে কলম্বো, মস্কো, ম্যানচেস্টার, নেদারল্যান্ড এবং মিশরের মিশনে একাধিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে শেষ করেন।
কূটনীতিক মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।