Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউজিসির সদস্য হলেন রাবি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ


৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৮

রাবি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। এদিন বিকেলে অধ্যাপক বিশ্বজিৎ ইউজিসির সদস্য হিসেবে যোগদান করেছেন বলে নিশ্চিত করেন ইউজিসি সদস্য দিল আফরোজা।

বিজ্ঞাপন

দিল আফরোজা জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার শর্তে চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক বিশ্বজিৎ চন্দ লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার বাবা নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সাংসদ এবং সাবেক মন্ত্রী। মা ঊষা রাণী চন্দ একজন স্কুলশিক্ষক।

কর্মজীবনে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য, রাবি আইন অনুষদের দুই মেয়াদে ডিন, সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিয়ের পরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউজিসি ইউজিসির সদস্য পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর