Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখোশ ও পিপিই পরে ওয়াহিদার ওপর হামলা চালায় দু’জন: ডিআইজি


৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৫

ঢাকা: দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলায় দু’জন অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের একজনের পরনে ছিল মুখোশ, একজনের পিপিই। তবে তারা কারা এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে— এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে রংপুর বিভাগীয় কমিশনার ওয়াদুদ ভুইয়া ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঘোড়াঘাট ইউএনও’র বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, এই হামলায় অংশ নেয় দু’জন। এদের মধ্যে একজন ছিল মুখোশ পরিহিত, আরেকজন পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) পরিহিত। রাতে তারা এক এক করে বাড়িতে প্রবেশ করে এবং ঘটনার পর একই সঙ্গে বের হয়ে যায়। পুলিশের ধারণা, সহজে যেন তাদের চেনা না যায়, সেজন্য তারা এমন ব্যবস্থা নেয়।

আরও পড়ুন-

ওয়াহিদার ওপর হামলাকারী দু’জন, সর্বোচ্চ চিকিৎসা হবে: প্রতিমন্ত্রী

পুলিশ বলছে, ঘটনা যাই ঘটুক না কেন, সিসিটিভি ফুটেজ ধরেই হামলাকারীদের শনাক্তের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ ছাড়াও র‌্যাব ও অন্য গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও তদন্তে কাজ করছেন।

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয়রা বলছেন, অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ক্যাম্পাস ও থানা প্রায় কাছাকাছি অবস্থান হলেও ঘোড়াঘাট উপজেলার চিত্র ভিন্ন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ক্যাম্পাস ওসমানপুরে। আর ঘোড়াঘাট থানা সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। এই সুযোগ নিয়েই দুষ্কৃতিকারীরা নির্বিঘ্নে এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয়রা জানান, ওসমানপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনও’র বাড়ির পেছনের পাশটা সম্পূর্ণ ফাঁকা থাকে সবসময়। বাড়িতে কেবল একজন নৈশপ্রহরী ছিলেন। এর বাইরে তেমন নিরাপত্তা ব্যবস্থা নেই এখানে। থানার অবস্থান পাঁচ কিলোমিটার দূরে হওয়ায় নিরাপদ ভেবেই দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছেন বলে মনে করছেন তারা।

ইউএনও ওয়াহিদা খানম ঘোড়াঘাটের ইউএনও দুর্রৃত্তের হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর