Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যের স্ত্রীকে বিয়ে করায় সাংবাদিককে গলা কেটে হত্যা


৪ সেপ্টেম্বর ২০২০ ০১:০২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:১১

ঢাকা: অন্যের স্ত্রীকে বিয়ে করায় ঢাকার ধামরাইয়ে জুলহাস উদ্দিন (৩৭) এক সাংবাদিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। দ্বিতীয় স্ত্রীর প্রাক্তন স্বামী শাহীন তার বন্ধু মোয়াজ্জেমকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) বিকেলে উপজেলার বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শাহীন ও মোয়াজ্জেমকে আটক করেছে।

বিজ্ঞাপন

নিহত সাংবাদিক জুলহাস বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি এবং ধামরাই প্রেসক্লাবের সহসভাপতি ছিলেন। তার বাড়ি ধামরাইয়ের হাতকুড়া গ্রামে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জুলহাস সাত বছর আগে প্রথম বিয়ে করেন। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বছর দুয়েক আগে তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের শাহীন হোসেনের স্ত্রী সোমা আক্তারকে বিয়ে করেন। সোমা তার স্কুলজীবনের বান্ধবী।

ধামরাই থানা সূত্রে জানা যায়, জুলহাস বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। বেলা তিনটার দিকে তিনি বাসে করে এসে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে নামেন। এর পরপরই শাহীন ও তার বন্ধু জুলহাসকে গলা কেটে হত্যা করেন। এ সময় জনতা ধাওয়া করে শাহীন ও মোয়াজ্জেমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন ও মোয়াজ্জেম একই বাসে বারবাড়িয়া আসেন। তাদের মতে, পরিকল্পিতভাবেই জুলহাসকে হত্যা করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনার পর প্রথম জুলহাসকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

ওসি জানান, শাহীন স্ত্রীকে বিয়ে করার ক্ষোভ থেকেই জুলহাসকে হত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

গলাকেটে ধামরাই সাংবাদিক স্ত্রীকে বিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর