Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দখলদারদের কাছ থেকে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন


৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৭

নাটোর: দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এক পরিবার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানায় পরিবারটি।

সংবাদ সম্মেলনে হাজেরা বেগম নামে এক নারী দাবি করেন, তার বাবা হযরত আলী ১৯৫৮ সালে নরসিংদী থেকে নাটোরে এসে শহরের হরিশপুর এলাকায় ১ একর ৪৬ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে সেখান থেকে ১২ শতক জমি স্থানীয় ব্যবসায়ী রহমত আলীর কাছে বিক্রি করেন। কিন্তু রহমত আলী জমি মালিকদের উচ্ছেদ করে পুরো জমি দখল করে স্থাপনা তৈরি করেছেন। জমি ফিরে পেতে মামলা করে ৪৩ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বলে জানান হাজেরা বেগম।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে হাজেরার ভাই-বোনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর