Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি উন্নয়নে খরচ বাড়ছে ১৪৭ কোটি টাকা, মেয়াদ ২ বছর


৫ সেপ্টেম্বর ২০২০ ১১:০২

ফাইল ছবি

ঢাকা: খরচ বাড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে। রাবি উন্নয়নে মূল অনুমোদিত ব্যয় ছিল ৩৬৩ কোটি ৮৭ লাখ টাকা। সেখান থেকে ১৪৭ কোটি ১২ লাখ টাকা বাড়িয়ে এখন মোট ৫১০ কোটি ৯৯ লাখ টাকা করা হচ্ছে। সেইসঙ্গে প্রকল্পটির মেয়াদও বাড়ছে দুই বছর; অর্থাৎ ২০২২ সালের জুন পর্যন্ত। এজন্য প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। এরই মধ্যে প্রস্তাবটি প্রক্রিয়াকরণ শেষ করা হয়েছে বলে জানা গেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হতে পারে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ সারাবাংলাকে বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের ফলে দেশে উচ্চ শিক্ষার সুযোগ সুবিধা বাড়বে। তাই প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রথম সংশোধনী প্রস্তাব করা হয়েছে। এই বিবেচনায় প্রস্তাবটি অনুমোদনযোগ্য।’

প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে- শেখ হাসিনা হল, শহীদ এইচ এম কামরুজ্জামান হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল, শিক্ষক কোয়ার্টার ভবন, বিজ্ঞান ভবন ও শেখ রাসেল মডেল স্কুল ভবন নির্মাণ, কাজী নজরুল ইসলাম মিলনায়তন মেরামত ও সংস্কার, চতুর্থ বিজ্ঞান ভবন, কলা ভবন ও কৃষি অনুষদ ভবন ও চারুকলা ভবনের  ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সবুজ সীমানা প্রাচীর, ড্রেন ও কালভার্ট এবং যন্ত্রপাতি ও বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের পশ্চিমাঞ্চলের উচ্চ শিক্ষা বিস্তার ও প্রসারের জন্য ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উত্তরবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। কৃষি অনুষদ অন্তর্ভুক্তির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানের বিষয় এবং শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে ১০টি অনুষদের অধীনে ৫৬টি বিভাগে এবং ৬টি ইনস্টিটিউটে মোট ৩৩ হাজার ৯২২ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। আধুনিক ও টেকসই প্রযুক্তিগত শিক্ষা ও নতুন নতুন বিষয়ের কারণে প্রতিবছর বহু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হচ্ছে। কিন্তু সে তুলনায় সুযোগ-সুবিধা বাড়েনি।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ক্রমবর্ধমান চাহিদার জন্য শিক্ষার পরিবেশ উন্নয়নে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুনে বাস্তবায়নের জন্য ৩৬৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি ২০১৬ সালের ২২ ডিসেম্বর একনেকে অনুমোদিত হয়। গত বছরের জুন পর্যন্ত ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৪৮ কোটি ১৪ লাখ টাকা। বর্তমানে রেট সিডিউলের পরিবর্তন ও কিছু কারণে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৫১০ কোটি ৯৯ লাখ টাকা বাড়ানোসহ মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করে প্রথম সংশোধনীর জন্য ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে।

পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা সারাবাংলাকে জানান, প্রকল্পটি সংশোধনের কারণ হিসেবে বলা হয়েছে, প্রকল্পের আওতায় নির্মাণ ও পূর্ত সংশ্লিষ্ট মোট ১৩টি অঙ্গের মধ্যে ৪টি অঙ্গের কাজের জন্য ২০১৭ সালে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ওই নির্মাণ কাজের ড্রয়িং, ডিজাইন ও ব্যয় প্রাক্কলন পুনঃনির্ধারণ করার পরিপ্রেক্ষিতে মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় বেশকিছু অঙ্গের ব্যয় বেড়েছে। এছাড়া মূল প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ২০১৪ সালের জানুয়ারি মাসের পিডব্লিউডি রেট সিডিউল অনুযায়ী তৈরি করা হয়েছে। বর্তমানে ২০১৮ সালের রেট সিডিউল কার্যকর হওয়ায় প্রকল্পের মোট ব্যয় বেড়েছে। গত বছরের জুন পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৪৮ দশমিক ১৪ শতাংশ এবং বাস্তব অগ্রগতি হয়েছে ১৩ দশমিক ২৩ শতাংশ।

রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর