‘দগ্ধ কয়েকজন বেঁচে যেতে পারেন, জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চলছে’
৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৮
ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ যে রোগীগুলো ভর্তি আছে তাদের মধ্যে কয়েকজন বেঁচে যেতে পারেন। সর্বাত্মক চেষ্টা চলছে দগ্ধদের জীবন রক্ষার। কিন্তু সবার অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের খোঁজ-খবর নিতে এসে এই তথ্য জানান ত্রাণ প্রতিমন্ত্রী।
ডা. এনামুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে ৩৭ জন রোগীকে এখানে ভর্তি করা হয়। এখানকার চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করে তাদের চিকিৎসা দিচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য হলো প্রায় সব রোগীরই শ্বাসনালী পুড়ে গেছে। এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। ১৩ জন এখনও চিকিৎসাধীন। আশা করছি, কিছু রোগী বেঁচে যেতে পারেন। তবে বেশিরভাগের অবস্থাই ভালো না। ইনস্টিটিউটের পরিচালক ও সমন্বয়কসহ সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এদের খোঁজখবর নিচ্ছেন ও পরামর্শ দিচ্ছেন। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে এদের সবাইকে সারিয়ে তোলা।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় ফতুল্লা থানায় অবহেলাজনিত ধারায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটার পেছনে যদি কারও গাফিলতি থাকে তাহলে অবশ্যই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় বার্ন ইউনিট করার পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে সজ্জিত পোড়া রোগীদের হাসপাতাল। বিদেশি চিকিৎসকরাও এখানে এসে ট্রেনিং দিয়েছেন। আগেতো এই চিকিৎসা ব্যবস্থাও ছিল না। এখানে আগুনে পোড়া সবধরনের রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব।’
ডা. এনামুর রহমান বলেন, ‘মৃত ব্যক্তিদের ২০ হাজার ও আহতদের আপাতত ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এখানে কোনো রোগীর চিকিৎসার জন্য যদি কোনো ঔষধ বা টাকা-পয়সার প্রয়োজন হয় তাহলে তারা ডা. সামন্তলাল সেনের সঙ্গে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। আমরা আন্তঃমন্ত্রণালয়ের সভা ডাকব। সেখানে সিদ্ধান্ত হবে, হতাহতদের পরিবারকে কী পরিমাণ সহায়তা দেওয়া হবে। এজন্য আমরা প্রধানমন্ত্রীর পরামর্শ নেব।’