Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের পরাজয়


৮ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে সভাপতিসহ ৩ জন ও বিএনপি সমর্থিত প্যানেলে সাধারণ সম্পাদকসহ ৯ জন নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত প্রার্থীরা হলেন— আবু জাফর শাম উদ্দীন, মোবারক আলী, গোলাপ হোসেন ও জমিদুল হক এবং বিএনপি সমর্থিত নির্বাচিত প্রার্থীরা হলেন— এন্তাজুল হক, নুরুল ইসলাম, মোবারক হোসেন, ইউনুচ আলী, রাশেদ জামিল, কামাল হোসেন, আনিসুর রহমান, নাসির উদ্দীন ও জামিদুল হক।

সভাপতি পদে আবু জাফর শাম উদ্দীন ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে এন্তাজুল হক ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ইমরান হোসেন চৌধুরী পেয়েছেন ৬৭ ভোট।

বিজ্ঞাপন

আইনজীবী সমিতি ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর